আর্মি পুলিশ বিজিবি

আর্মি পুলিশ বিজিবি 

খাদিজা বেগম 


আর্মি পুলিশ বিজিবি ভাই 

এদেশ তোমার আমার সবার,

এখন সময় দ্বন্দ্ব ভুলে 

এক হয়ে সব যুদ্ধে যাবার।।


ন্যায় বাঁচাতে অস্ত্র ধরো 

লড়াই করো ন্যায়ের জন্য,

ন্যায়ের জন্য মরলে শহীদ 

বেঁচে গেলেও তুমি ধন্য।

তোমার হাতেই ধ্বংস করো

 একে একে সব মিথ্যাচার।।


এদেশ তোমার আমার সবার 

রাজনীতিবিদ বা বিচারপতি, 

স্বৈরাচারকে রুখে দাঁড়াও 

জেগে ওঠো দেশের প্রতি।


ন্যায়বিচার আর মানবসন্তান

এ ছাড়া কি রাষ্ট্র থাকে? 

বিবেকের চোখ খুলে দেখো 

স্বৈরাচারী খাচ্ছে তাকে। 

বিবেকের কান পেতে শোন 

মানুষের বুক ফাটা চিৎকার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান