ভর দুপুরে

 ভর দুপুরে 

খাদিজা বেগম 


ভর দুপুরে নূপুর পায়ে 

কে হেটে যায় কে হেঁটে যায়?

তার নুপুরের ঝংকারে সে

আগুন দিলো এই কলিজায়।।


ওই সুন্দরী সুন্দর করে 

হেঁটে হেঁটে চলে গেল,

তার চরণের চলা দেখে 

আমার হৃদয় গলে গেল।

মন মাতানো বেলি ফুলের 

মালা ছিল তার ঐ খোপায়।।


তার চুড়ির ঐ রিনিঝিনি

মিষ্টি মিষ্টি মধুর ধ্বনি,

আজও আমার কানে বাজে 

ঠিক তেমনি আমি শুনি।।


জানিনা তার নাম ঠিকানা 

এখন আমি কি যে করি? 

তার প্রেমেতে দিল দেওয়ানা 

যেন আমি মরি মরি।

সেই পথ ধরে আজো ঘুরি

শুধু তারে পাবার আশায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান