প্রাণ ওয়ালা

 #কবিতা- প্রাণ ওয়ালা 

#খাদিজা-বেগম 


ওয়ালা ওয়ালা ও মান ওয়ালা 

তুমি যে সকল কিছুর মালিক,

ওয়ালা ওয়ালা ও ধন ওয়ালা 

তুমি ছাড়া সব কিছুই অলিক।।


তুমি যে আমার রিজিক ওয়ালা

তুমি খাওয়াইলেই আমি খেতে পারি,

নেই তো তুমি ছাড়া আপন আমার 

তোমার চরণে আমার ই বাড়ি।

নিজেকে হারিয়ে খুঁজে ফিরি আমি 

শুধুই তোমার নূরের ঝিলিক।।


তোমার আলোয় আলোকিত করো 

নইলে ডুবে যাব আমি পাপে পাপে,

মাওলা আমায় রক্ষা করো গো 

পাপি যেন না হই কারো অভিশাপে।।


হাসিমুখে আমি আমার মরণ 

যখন-তখন করবো বরন,

শুধু লালসার ভয়ে ভীতু আমি 

ওরা তো আমার বড় দুশমন।

ওয়ালা ওয়ালা প্রান ওয়ালা 

তুমি যে আমার মহান খালিক।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান