আমি আর নাই
আমি আর নাই
খাদিজা বেগম
শূন্য থেকে এসেছিলাম
আবার শূন্যে যাবো মিলে,
আসা-যাওয়ার মাঝখানে তাই
দাগ দেব না কারো দিলে।।
হাসিখুশি থাকবো নিজে
কাউকে আমি কাঁদাবো না,
আমার কাছে মূল্যহীন সব
অন্যের জায়গা জমি সোনা।
মানব জীবন নষ্ট হবে
লোভ লালসা মন পাঁচিলে।।
যতটুকু সময় আছে
যাব শুধু ভালোবেসে,
নষ্ট হতে দেব না ক্ষণ
হিংসা নিন্দা আর বিদ্বেষে।।
তার আদেশ আর নিষেধগুলো
মনে রেখে পথ চলে যাই,
যেতে যেতে চলে যাব
তোমরা শুনবে আমি আর নাই।
মানব হৃদয় অনেক নরম
পাপী হবে তা ভাঙ্গিলে।।
Comments
Post a Comment