স্বৈরাচার

 স্বৈরাচার 

খাদিজা বেগম 


একে একে তিন স্বৈরাচার 

উঠলো জেগে বাংলার বুকে, 

কত শত মানুষ খেল

ওদের মানব খেকো মুখে।


সত্য কথা বলতে গেলেই

আমাদের মুখ ধরে চেপে,

ন্যায্য দাবি চাইতে গেলেই 

পাগলা কুত্তার মত ক্ষেপে।

স্বৈরাচারীর অত্যাচারে 

আমরা মরছি ধুঁকে ধুঁকে।।


ক্ষমতাহীন থাকলে ওরা 

ওদের কথায় যরে মধু,

ক্ষমতাটা হাতে পেলেই 

সন্ত্রাসীরা হয় ওদের বন্ধু।।


ভালো মানুষ খাবার ভেবে 

গুম করে খায় খুন করে খায়, 

হাজার রকম নাটক করে 

নেয় না কোন খুনের দায়।

কথায় কথায় রক্ত ঝরায়

গুলি করে বীরের বুকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান