বীরের কন্ঠ
বীরের কন্ঠ
খাদিজা বেগম
বীরের কন্ঠ শুনলে পরে
আশার প্রদীপ ওঠে ফুটে,
কুকুরের দল সেই ফুলগুলো
হিংস্র থাবায় নিচ্ছে লুটে।।
হিংস্র কুকুর ঠাঁই পাবে না
বীর বাঙালি বাংলাদেশে,
আমরা যোদ্দা যুদ্ধ করবো
মরব নীতির সাথে হেসে।
অন্ধকারকে বিদায় দেবো
ভোরের আলো হয়ে উঠে।।
ছাইদ যেমন বুক পেতেছে
স্বৈরাচারীর গলির মুখে,
ষড়যন্ত্র রুখে দেবো
যতই গুলি চালাও বুকে।
একটি সাঈদ ঘুমিয়েছে
কোটি সাঈদ জেগে আছি,
বৈষম্যের বাঁধ ভেঙে আমরা
থাকবো সবাই পাশাপাশি।
এমন সুন্দর দেশটায় আমার
সাত জনমের ভাগ্যেই জোটে।।
Comments
Post a Comment