খারাপ বাবা

 খারাপ বাবা 

খাদিজা বেগম 


আমার সন্তান জেনে গেছি 

পৃথিবীতে আছে খারাপ বাবা, 

তাইতো তাহার হৃদয় মাঝে 

দিবানিশি বইছে অগ্নি লাভা।।


আজকে ভাবি আবার কেন

বিয়ে করলাম গড়লাম নতুন সংসার,

ক্ষণিক সুখের জন্য কেন 

পর করিলাম প্রাণের সন্তান আমার।

বাবা হয়ে কেমন করে 

হিংস্র পশুর মতো দিলাম থাবা।।


ওদের চোখে অশ্রু দেখে 

এখন রক্ত ঝরে আমার বুকে, 

আর কোনোদিন সুখ পাবনা 

দুঃখ নিয়ে মরব ধুঁকে ধুঁকে।।


আমার সন্তান বুঝে গেছে 

চরিত্রহীন তার বাবা লুচ্চা লম্পট,

তাদের মনে আগুন জ্বেলে 

তাদের বাবা অন্যের সাথে চম্পট।

ও ভাই ভালো মানুষ হলে 

কাবার চেয়েও বেশি সম্মান পাবা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান