শাড়ীর কুঁচি
শাড়ীর কুঁচি
খাদিজা বেগম
আমার শাড়ীর কুঁচি গুলো
যদি তোমার হাতে ধরতে পারো,
তবেই তোমার সাথে আমার
ভালোবাসা হতে পারে গাঢ়।।
তুমি আমার লাম্বা চুলে
বেনি গেঁথে দিতে পারো যদি,
তেল মাখিয়ে চুল গুছিয়ে
আমার খোঁপা বাঁধতে পারো যদি।
তবেই আমার হিরো হবে
যদি বারবার আমার কাছে হারো।।
এই কপালে তোমার হাতে
যদি দিতে পারো পিট পড়িয়ে,
তবেই থাকব শুধু তোমার
পৌষের কাঁথা হয়ে মন জড়িয়ে।।
আলতা দিয়ে পা রাঙিয়ে
যদি নূপুর বাঁধতে পারো পায়ে,
মেহেদীর রং চুড়ি দিয়ে
যদি দিতে পারো হাত সাজায়ে।
তবেই তুমি কাছে এসো
ভালবেসে বাসবো ভালো আরো।।
Comments
Post a Comment