বলছি লাখো শহীদ

 বলছি লাখো শহীদ 

খাদিজা বেগম 


আমরা বলছি লাখো শহীদ 

কবর থেকে বলছি দেশের /কথা,

দেশের শত্রু দশের শত্রু 

ধান্দাবাজি চান্দাবাজি /নেতা।।


এখন থেকে চাঁদা চাইলে 

ওদের ধরে নেতা গিরি/ ছুটা,

এখন থেকে ঘুষ চাইলে কেউ

ওরে ধরেও দালাল গিরি/ টুটা।

ওরা শুধু টাকা বুঝে 

বুঝে না তো দেশের ব্যাথা।।


চাঁদা দিলেই দিবে তোমরা 

দেশ জননীর বুকে মাঝে /গুলি,

ঘুষ দিলেও ভাঙবে তোমরা 

দেশ জননীর সবুজ মাথার/ খুলি।


দেশ জননী মায়ের সন্তান 

তোমরা হিন্দু মুসলিম বৌদ্ধ /খ্রিস্টান, 

ধর্ম নিয়ে করলে ভাংচুর 

তাতে নষ্ট হবে দেশের /সম্মান।

দলের পক্ষ ধর্মের পক্ষ 

রেখে তোমরা বলো সত্য /কথা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান