চোখের দেখায়
চোখের দেখায়
খাদিজা বেগম
চোখের দেখায় জাগে নেশা
তা জানিনি তোমায় দেখার আগে,
ভালো লাগে ভালো লাগে
তোমায় দেখতে আমার ভালো লাগে।।
তোমার মত এত সুন্দর
এই জীবনে আর দেখিনি চোখে,
জনম জনম দেখব তোমায়
যা খুশি তাই বলে বলুক লোকে।
ঘ্রাণ ছড়াবো মন ভরাবো
আমি রবো তোমার পুষ্প বাগে।।
যেমনি খুশি তেমনি উড়াও
আমি শুধু তোমার হাতের ঘুড়ি,
মনের দুয়ার খোলা আছে
যা খুশি তাই করতে পারো চুরি।।
তোমায় শুধু দেখতে দিও
চোখের আড়াল হয়ে যেয়ো না গো,
এই বুকে কান পেতে শোনো
তুমি আমার কত আপন লাগো।
যত দেখি মন ভরে না
তোমায় দেখার ততই তৃষ্ণা জাগে।।
Comments
Post a Comment