আধো ছোঁয়া দিয়ে

 আধো ছোঁয়া দিয়ে 

খাদিজা বেগম 


আধো রাতে আধো ঘুমে 

আমি আধো আধো দেখি তোমার মুখ,

আধো হাসি মাখানো ঠোট

আধো আধো ভালোবাসা ভরা চোখ।।


স্বপ্নে দেখি সেই তোমাকেই 

দেখি যারে প্রতিদিন এই উঠানে,

হাসতে দেখি খেলতে দেখি 

সেই তোমাকে দেখি আমার উদ্যানে।

রাতে দেখি দিনে দেখি 

তবু দেখার পিপাসাতে ফাটে বুক।।


মন চায় আরও বেশি দেখি

ছুঁয়ে দেখি তোমার হাতের আঙুলে,

সকাল হলেই তোমায় দেখি

যেন সবার আগে আমার চোখ খুলে।।


আধো আধো ছোঁয়া দিয়ে 

কেন আমার ঘুম ভেঙ্গে যাও পালিয়ে,

কেন আসো কেন যে যাও

কি শান্তি পাও তুমি আমায় জ্বালিয়ে।

তুমি এলে লাগে সুখ সুখ 

তোমায় ছাড়া লাগে যেন মোর অসুখ।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান