তোমার ইচ্ছা মত

 তোমার ইচ্ছা মত 

খাদিজা বেগম 


তোমার ইচ্ছায় চলছি আমি 

বলছি আমি তোমার ইচ্ছা মত,

তবে কেন আমার মাঝে 

তুমি ইচ্ছা জাগাও শত শত।।


তোমার ইচ্ছার কাছে আমার 

ইচ্ছা গুলো জ্বলে পুড়ে ছারখার,

আমার পোড়া ইচ্ছা নিয়ে 

তবু তোমার কাছেই কাঁদি বারবার।

তোমার হাতে ঘুচিয়ে দাও 

আমার সকল ইচ্ছা পোড়া ক্ষত।।


তোমার ইচ্ছায় ঘুমিয়ে যাই 

আবার তোমার ইচ্ছায় আমি জাগি,

তোমার ইচ্ছায় কাঁদি আমি 

আবার হাসি তোমার প্রেমের লাগি।


তোমার আমার ইচ্ছার দ্বন্দ্বে 

বারে বারে তোমার সাথে হারি,

শেষের দ্বন্দ্বে হারি না যে 

তুমি আমায় যেওনা গো ছাড়ি।

এখন আমার হারিয়ে দাও

ওগো তোমার যত খুশি তত।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান