খেলার পুতুল

 খেলার পুতুল 

খাদিজা বেগম 


আমি তোমার খেলার পুতুল 

তুমি খেলছো আমায় নিয়ে, 

ইচ্ছে হলেই হাসাও আমায় 

ইচ্ছে হলেই দাও কাঁদিয়ে।।


মনের আগুন তুমি জ্বালাও

নয়ন তোমার নামে গলে,

তুমি ভাসাও সুখের স্রোতে 

তুমি ডুবাও কষ্টের জলে।

তুমি আমায় বাঁচিয়ে দাও 

মৃত্যুর কোলে ঠেলে দিয়ে।।


তুমি আমার চতুর্দিকে  

আমি তোমার মাঝেই থাকি,

সুখে দুঃখে দিবানিশি 

তোমায় করি ডাকাডাকি।।


তোমার গাছে ফুটে আছি 

আমি তোমার কাননের ফুল,

সব যদি হয় ঐ ইশারায় 

তবে আমার কেন হয় ভুল??

ভুল পথে যে না যাই আমি 

নিয়ে চলো পথ দেখিয়ে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান