ধর্মের নামে

 ধর্মের নামে 

খাদিজা বেগম 


ধর্মেরে নামে ধুম চলেছে 

চারিদিকে বেঁচা কেনা,

ধর্মের লেবাস পড়ে শয়তান 

তাই ওদের কে যায় না চেনা।।


শয়তানেরা ধর্ম বেঁচে 

বেঁচে ধর্মের পবিত্র নাম,

সহজ সরল মানুষেরা 

কিনতে গিয়ে দেয় প্রাণের দাম।

ঐ শয়তানদের সঙ্গে তোরা 

কেউ রাখিস না লেনা দেনা।।


ধর্মের নামে নাই পতাকা 

নাই ফুল, রাষ্ট্র, সাগর, পাখি।

তবু ওড়া পতাকা দেয় 

মানুষেরে ডাকি ডাকি।।


ধর্ম হলো মনের বিশ্বাস 

সৃষ্টি কর্তার আদেশ নিষেধ,

ধর্ম নিয়ে মানব মাঝে 

কোন ধর্মে নাই ভেদাভেদ।

ধর্মগ্রন্থ নিজে পড়ে 

ধর্মের অর্থ জেনে নেনা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান