তোর ভাবনায়

 তোর ভাবনায় 

খাদিজা বেগম 


রাত আসে তো ঘুম আসে না 

জেগে থাকি তোর ভাবনায়,

তুই যে আমার ঘুমের ঔষধ 

ঘুম পাড়িয়ে দিতে আয় আয়।।


মনে মনে দিবানিশি 

তোরি পানে চেয়ে থাকি,

তোরে ভেবে হাওয়ায় হাওয়ায় 

আমার আদর সোহাগ মাখি।

কেমন করে বোঝাই তোরে 

তোরে আমার হৃদয়ে চায়।।


দূর আকাশে চাঁদ উঠেছে

জোছনার ঢেউ লাগে প্রাণে,

বনে বনে ফুল ফুটেছে

মন দেওয়ানা তারি ঘ্রাণে।।


একটু কাছে ডেকে নিয়ে 

একটু ভালো বাস না আমায়,

একটুখানি বাসলে ভালো 

তোরে রাখবো এই কলিজায়।

তোর পিরিতে পুড়ে গেলাম 

জ্বলে গেলাম তোর পিপাসায়।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান