পুঁই এর ডগার মত
পুঁই এর ডগায় মত
খাদিজা বেগম
পুঁই এর) ডগায় মত এ মন আমার
নুয়ে নুয়ে থাকে ঝুঁকে,
যদি) একটুখানি ঠাই করে দাও
মাচা পেতে তোমার বুকে।।
নির্ভাবনায় বাই তো এ মন
তোমার বুকের জমিন জুড়ে,
তুমি ছাড়া একলা একলা
এ মন যাচ্ছে জ্বলে পুড়ে।
এমন করে মারতে চাই না
তোমায় ছাড়া ধুঁকে ধুঁকে।।
আমার এ মন যখন তখন
তোমায় দেখতে করে বায়না,
ওই মন তোমার কত পাষান
আমায় দেখতে কি সে চায় না??
তোমার দিকে ঝুঁকতে ঝুঁকতে
মন রয়েছে অনাদরে,
একটুখানি বাসলে ভালো
মন তোলে নাও আদর করে।
ইচ্ছে করে তোমার সাথে
আমি থাকি সুখে-দুঃখে।।
Comments
Post a Comment