পালাই পালাই

 পালাই পালাই 

খাদিজা বেগম 


পালাই পালাই করে এই মন 

বলনা রে তুই আমার সাথে যাবি, 

তোরে নিয়ে চলে যাব 

এই কথাটি বারে বারে ভাবি।।


তুই ছাড়া আর ভাল্লাগেনা 

নিজের ঘরে পরবাসী লাগে,

তোরে নিয়ে নতুন করে 

আমার বেঁচে থাকার ইচ্ছা জাগে। 

সারা জীবন থাকিস আপন

তোর কাছে মোর ভালবাসার দাবি।।


রাত গভীরে তোরে নিয়ে 

এই লোকালয় যাব আমি ছাড়ি,

তোরে নিয়ে মেঘের ভেলায় 

ভেসে ভেসে দেব আমি পারি।


তোর ঐ হাতটা থাকলে হাতে 

যা দেখি সব চোখে লাগে ভালো,

তুই ছাড়া সব আঁধার দেখি

দিনদুপুরেও দেখি সবি কালো।

ভেবে চিন্তে বলনা রে তুই 

তুই চাইলে এই আমার প্রাণটাও পাবি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান