আলোর দিকে হাত বাড়াও

 আলোর দিকে হাত বাড়াও 

খাদিজা বেগম 


মানুষ হয়েও কেন তুমি 

কুত্তার পিছে কুত্তার মতো /লেচ নারাও?

ভালো মন্দ বোঝোর পরেও 

কেন তুমি পাপের পথে /পা বাড়াও?


পাপের পথে কামাই করে 

কত পাপী গড়ে গেছে /রাজপ্রাসাদ,

সেই প্রাসাদে দেয়াল ফেটে 

আজও ইটে ইটে করে /আর্তনাদ।

তোমায় তুমি ভাবলে মানুষ 

তোমার ভিতর থেকে আজি /লোভ তাড়াও।।


লোভ লালসা ছাড়া মানুষ 

এই দুনিয়ায় কোনদিনও /আসেনি, 

লোভের সাথে যুদ্ধ করছে 

তবু মানুষ কভু লোভে /ভাসেনি।


মানুষের মূল সম্পদ হলো 

মনুষ্যত্ব তা হারিয়ে /ফেলো না,

তা হারালে হয়ে যাবে 

তুমি কারো দোকানে এক/খেলো না।

বিবেক জাগাও বুদ্ধি জাগাও 

কালো রেখে আলোর দিকে /হাত বাড়াও।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান