উথাল পাতাল

 উথালপাথাল 

খাদিজা বেগম 


উথাল পাথাল প্রেমের ঢেউয়ে 

কভু ভাসে কভু ডুবে আমার মন,

তার পরশের প্রেমো জলে 

জ্বলে জ্বলে পুড়ে দেহ সারাক্ষণ।


কাছাকাছি আছি তবু 

যোজন যোজন দূরে আমার মনে হয়,

জানিনা তো আর কতটা 

তার ভিতরে থাকলে ভরবে এই হৃদয়।

তার আঙ্গুলে আঙ্গুল রাখলে 

কানায় কানায় রঙিন হয়ে যায় জীবন।।


তার ছোয়াতে এতটা রং 

জানি না তা কোথা থেকে আসে, 

জানিনা সে বাসে কিনা 

আমার এ মন তারে ভালোবাসে।।


ভালো শুধু বাসতে দিও 

এই দাবিটা তুমি মেনে নিও,

এই জীবনে তোমার কাছে 

অন্য কিছুই আর চাইবো না প্রিয়।

দুজনাতে থাকবো দুজন 

ভাগ হবো না হয় যদিও মরণ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান