ভাবতে হবে তোমায়

 ভাবতে হবে তোমায় 

খাদিজা বেগম 


ডিম বেঁচে কেউ ধূমপান করে

দুধ বেঁচে কেউ মত কিনে খায়, 

কত রকম পাগল দেখলাম 

পাগল ভরা এই দুনিয়ায়।।


কেউ বা আবার নিচ্ছে খুঁজে 

অপবিত্র মাঝে আরাম।

হালাল জিনিস পায়ে ঠেলে 

কেউ বা বুকে রাখে হারাম,

বিষ খাবে না মধু খাবে

আজকে ভাবতে হবে তোমায়।।


সত্য বেঁচে কেউবা আবার 

ধন-সম্পদের পাহাড় গড়ে,

সব হারিয়ে কেউ বা আবার 

সত্য দিয়ে জীবন ভরে।।


চাঁদ দেখা যায় আপন চোখে 

আপন করে যায় না পাওয়া,

এই দুনিয়ার ধন সম্পদ সুখ

সবই হলো মিথ্যে চাওয়া।

মিথ্যে স্বপ্ন দেখতে দেখতে 

সত্যি সত্যি কাল চলে যায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান