ছেলে যুদ্ধে গেছে
ছেলে যুদ্ধে গেছে
খাদিজা
আমার ছেলে যুদ্ধে গেছে
বলে গেছে মা কেঁদনা ,
বিজয় নিয়ে আসবো ফিরে
আঁচল দিয়ে আর বেদনা।।
স্বৈরাচারী শত্রুর সাথে
যুদ্ধ করা নয়তো সোজা,
তাই তো মায়ে ছেলের জন্য
নামাজ পড়ে রাখে রোজা।
ছেলের মাথায় হাত দিয়ে মা
বলে কভু ভয় পাবে না।।
মাযের মাঝে দেশের মাঝে
তিল পরিমাণ নাই ব্যবধান,
ছেলের চোখে মায়েরা সব
সর্বকালেই সমান সমান।।
দেশ বাঁচাতে দেশের ছেলে
যুদ্ধ করবে দেশের জন্য,
এতে কি আর ভয় করে মা
সব মায়েরা হবে ধন্য।
জ্বলবেই আগুন ছেলের রক্তে
দেখলেই মায়ের চোখের কান্না।।
Comments
Post a Comment