কোরবানি দাও
কোরবানি দাও
খাদিজা বেগম
হাজার হাজার লক্ষ টাকায়
পশু কিনে কোরবানি দাও,
গোশত গুলো ফ্রীজে রেখে
সপ্তাহ জুড়ে মাস ধরে খাও।।
নারী-ভুরি, পায়া, চামড়া
সকল অংশ খাও আনন্দে,
পেট ভরে যায় কারো শুধু
সেই কোরবানির ময়লার গন্ধে।
ওই বুকে হাত রেখে বল
কোরবানি দাও, না লোক দেখাও??
কি আসে যায় কোটি টাকায়
কেনা পশু জবাই দিলে,
যদি নাহি খেতে পারো
সবাই মিলে এক টেবিলে।।
টাকা হলে বনের পশু
সবাই পারে করতে জবাই,
মনের পশু জবাই করতে
মনুষ্যত্ব ভরা মন চাই।
ত্যাগে ত্যাগে ত্যাগী হয়ে
লালসা ত্যাগ করা শেখাও।।
Comments
Post a Comment