ক্ষুধার্ত মন
ক্ষুধার্ত মন
খাদিজা বেগম
হাজার ক্ষুধায় ক্ষুধার্ত মন
আমি কেমন করে করব /দমন?
পেট জ্বলে যায় পেটের ক্ষুধায়
তারে দেখার ক্ষুদায় জ্বলে /নয়ন।।
টাকার ক্ষুধায় ছুটে বেড়াই
শূন্য পকেট নিয়ে আমার /সাথে,
টাকার ক্ষুধায় কেউ বেঁচে খায়
নিজের বিবেক বুদ্ধি নিজের/ হাতে।
যৌবন ক্ষুধায় অন্ধ হয়ে
কেউবা করে অন্ধকারে /শয়ন।।
পবিত্র মন দেহ ছাড়া
নাই মানুষের কোন আলো /নাইরে,
হাজার ক্ষুধার এই দুনিয়ায়
নৈতিকতা ছাড়া মুক্তি /নাইরে।।
ক্ষুধার লাগাম টেনে রাখো
রাখো তোমার নৈতিকতার /হাতে,
নইলে তুমি চলে যাবে
মনুষ্যত্ব রেখে ক্ষুধার /সাথে।
কালকে তুমি সব হারাবে
আজ নিজেকে না করিলে /শাসন।।
Comments
Post a Comment