বাঙালি ভাঈ

 বাঙালি ভাই

খাদিজা বেগম 


পুলিশ বল আর্মি বল 

তোমরা মোদের বাঙালি ভাই,

ন্যায্য দাবি চাইতে গেলে 

গুলি কর না আল্লাহর দোহাই।।


ভাইয়ের বুকে গুলি করে 

কিসের দায়িত্ব কর পালন, 

অত্যাচারীর পক্ষ নিয়ে 

কিসের ধর্ম করো লালন?

কোন লোভেতে লোভী হইয়া 

তোমার ঈমান করেছ ছাই?


তোমার বাবাও গরিব ছিল 

ঠিকই আমার বাবার মতন,

আমায় যদি মেরে ফেলো 

শুকাবে না বাবার নয়ন।।


মায়ে কানবে বোনে কানবে 

তোমায় দেবে খুব অভিশাপ,

ভাই হয়ে ভাই ভাই কে মারো

তবু তোমার নাই অনুতাপ।

তুমি মানুষ মানুষ কি না 

আজ নিজেকে কর যাচাই।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান