তুমি আমার উপন্যাস

 তুমি আমার উপন্যাস 

খাদিজা বেগম 


তুমি আমার ছন্দ ভরা 

সাগরের ঢেউ কবিতার গান /উপন্যাস, 

তোমায় আমি যতই শুনি

যতই পড়ি মেটে না তো /মনের আশ।।


প্রতিটা দিন নতুন তুমি 

যতই পড়ি এ পড়ার শেষ /হবে না,

নতুন পাতার নতুন ঘ্রাণে 

আমার হৃদয় কেন পাগল /হবে না?

তোমার পাতায় ডুবে থেকেই 

যায় যদি যাক কেটে আমার/বার মাস।।


তোমার শব্দ মিঠা মিঠা 

চরণ গুলো ছোট ছোট/ ধারালো,

যখন থেকে পড়ছি তোমায়

তখন থেকেই আমার এ মন/ হারালো।।


নতুন সুরে নতুন তালে

প্রতিদিনই শুনি তোমার/নতুন গান,

যত শুনি ততই যেন 

শোনার জন্য অধীর হয়ে /থাকে কান।

তবু হাজার বছর ধরে 

যেন আমি তোমার গানের/উপবাস।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান