তার আঙ্গুলে

 তার আঙ্গুলে 

খাদিজা বেগম 


এখন আমার এই মনেতে 

বারে বারে একটি চাওয়া,

তার আঙ্গুলে আঙ্গুল রেখে 

আমি নেব প্রেমের ছোঁয়া।।


তার নয়নে নয়ন রেখে 

আমি দেখবো আমায় চেয়ে,

জান্নাতের সুখ নেব আমি 

তারে আপন করে পেয়ে।

তারে ছাড়া লাগে যেন  

যা দেখি সব ধোঁয়া ধোঁয়া।।


জীবন মরণ চাইছে এমন 

থাকতে তারি সাথে সাথে,

এই হৃদয়ে ঝড় উঠেছে 

তারে পাবার বাসনাতে।।


মন মানে না কোন শাসন 

ছুটে বেড়ায় তার ঠিকানায়,

তারে ছাড়া পথ দেখিনা 

দেখিনা তো কোন উপায়।

তারে পেতে মোনাজাতে 

প্রতি ক্ষণে করি দোয়া।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান