জীবন খাতা

 জীবন খাতা 

খাদিজা বেগম 


আজ পড়েছি জীবন খাতা 

ভুলে ভরা তার প্রতিটি/পাতা,

আজ দেখেছি বন্ধুর বেসে 

চারিপাশে আমার অগ্নি /দাতা।।


একের পরে এক এক করে 

ভুল করেছি বারে বারে /আবার,

এতটা ভুল যায় না গোনা 

গুনতে গেলেও ভুল হাজারে /হাজার।

কেউ জানে না কত জ্বালায় 

জ্বলছি আমি সইছি কত /ব্যথা।।


এমন আগুন কে নিভাবে 

যা নিভে না সাত সাগরের /জলে,

দুই নয়নে যায়না দেখা 

থেকে থেকে জ্বলে দৃষ্টির /তলে।।


ভুলে ভরা আমার অঙ্গ 

ভুল করেছি তাই তো পায়ে /পায়ে, 

ওই হাতে হাত রেখে আমি 

ভুল করেছি ভালোবাসার /দায়ে।

ভুলেও ভোলা যায় না তারে

সে যে আমার মনের সুতোয় /গাঁথা।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান