আত্মসম্মান
আত্মসম্মান
খাদিজা বেগম
কত ধমক খেলাম আমি
খেলাম কত থাপ্পর, লাথি,
শুধু শুধু অকারণে
গালি খেলাম দুকান পাতি।।
আত্মসম্মান বলে কিছু
যদি থাকতো আমার কাছে,
তবে কি আর পরিণত
হতাম আমি তাহার দাসে।
আমার নাই কি কোন স্বপ্ন
তাহাই খুঁজি দিবা রাতি।।
স্বপ্নটারে আঁকড়ে ধরে
মানুষ হয়ে উঠবো আবার,
দুঃসাহসি মনের বলে
ভাঙবো আমার বন্ধ দুয়ার।।
আমি তখন আশ্রয় দেবো
আশ্রয়হীনা মানুষের দল,
আমি আমার মানব জীবন
জ্ঞান খাটিয়ে করবো সফল।
আমার প্রতি সইব না আর
অমানুষের মাতামাতি।।
Comments
Post a Comment