বাবার চরণ ধ্বনি
বাবার চরণ ধ্বনি
খাদিজা বেগম
যাহার কাছে বাবা আছে
তার তো ভয় নাই ঝড় তুফানে,
পৃথিবীতে যার বাবা নাই
সেই তো জানে বাবার মানে।।
বাবা ছিলেন মধ্যবিত্ত
আমি ছিলাম তার রাজকন্যা,
হাজার অভাব অনটনেও
সেথায় ছিল সুখের বন্যা।
এখন আমি বাবা ছাড়া
ব্যথার পাহাড় আমার প্রাণে।।
বাবার আসার চরণ ধ্বনি
আজো শুনি আমার কানে,
আজো আমার নয়ন ভিজে
বাবার ভালোবাসার টানে।।
ভুলতে পারি না তো বাবা
তোমায় ভোলা যাবে না তো,
তোমার বিয়োগ ব্যাথায় ব্যাথায়
বুকের ভেতর বইছে ক্ষত।
কেন তুমি চলে গেলে
এমন কোন সে অভিমানে??
Comments
Post a Comment