ডাকবো তোমায়

 ডাকবো তোমায় 

খাদিজা বেগম 


ডাকবো তোমায় কি নাম ধরে

মন চায় ডাকি প্রণয়িনী,

হৃদয়ে চায় ডাকি তোমায় 

ভালোবেসে সুবাসিনী।।


ডাগর ডাগর নয়ন দেখে 

মন চায় ডাকি সুনয়না,

তোমায় দেখার পরে যেন

এই হৃদয়ে প্রেম সূচনা। 

ওগো প্রিয়া তোমায় যেন 

জনম জনম ধরে চিনি।।


তুমি আমার রাতের আকাশ 

জোছনা ঝরা পূর্ণিমা চাঁদ,

তোমার জন্য জেগে ছিলাম 

যেন কত হাজারো রাত।।


নাকি আমি ডাকবো তোমায় 

সারাটা দিন প্রিয়তমা,

ঘুম তাড়িয়ে ডাকবো তোমায়

সারাটা রাত অনুপমা।

নাকি ডাকবো চিরদিনি

মন শিকারি মায়াবীনি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান