কষ্ট কষ্ট লাগে

 কষ্ট কষ্ট লাগে 

খাদিজা বেগম 


আজকে আমার অনুভবে জাগে 

শ্বাস-নিশ্বাসে ভিশন কষ্ট কষ্ট লাগে,

আজকে আমার অনুভবে জাগে 

খাবার চিবিয়ে খেতেও কষ্ট কষ্ট লাগে ।

আজকে আমার অনুভবে জাগে 

কথা বলাতেও আমার কষ্ট কষ্ট লাগে,

আজকে আমার অনুভবে জাগে 

চরণ বাড়িয়ে দিতেও কষ্ট কষ্ট লাগে। 

আজকে আমার অনুভবে জাগে 

দুটি চোখ খুলে তাকাতে কষ্ট কষ্ট লাগে, 

আজকে আমার অনুভবে জাগে 

মাথায় চিরুনি করতে কষ্ট কষ্ট লাগে।

আজকে আমার অনুভবে জাগে 

সোজা হয়ে বসে থাকতে কষ্ট কষ্ট লাগে,

আজকে আমার অনুভবে জাগে 

বিছানাতে শুয়ে থাকতে কষ্ট কষ্ট লাগে।

আজকে আমার অনুভবে জাগে 

প্রতিটা অঙ্গ বহিতে কষ্ট কষ্ট লাগে,

আজকে আমার অনুভবে জাগে 

আমার চোখের আলোতে ঝাপসা ঝাপসা লাগে। 

আজকে আমার অনুভবে জাগে 

শরীর নীরবে নিস্তেজ হয়ে যাচ্ছে খুব,

হয় তো এখন আমার মৃত্যু খুব নিকটে 

মৃত্যুর বুকে হাসি মুখে আমি দিয়ে চাই ডুব।

আমি মৃত্যুকে সাধুবাদ জানাই,

জন্মের আগে অবধারিত এই মৃত্যু 

মৃত্যুকে আজ স্বাগতম আর সালাম জানাই। 

আমি আর কোন অসুস্থতাকে 

এই জরাজীর্ণ শরীরে সহিতে তো পারব না, 

হে রহমানের রহিম আল্লাহ 

তোমার করুনা পাবার আশা ছাড়বো না।

তুমি ক্ষমা করো দয়ালু হে রব

ক্ষমা করে দাও অসুস্থতার কষ্ট থেকে,

সব অপমান আর অবহেলা 

মনের বেদনা অস্থিরতার দুঃখ থেকে।

তুমি তো মহান হে দয়ালু দাতা 

আমার ভেতরে মানসিক সুখ শান্তি দাও, 

মৃত্যু দিলেও দিও এই আমাকে

আমার থেকে এ অসুস্থতা সরিয়ে নাও।

তুমি চাইলে আজি সাদা কাফনের  

কাপড়ে আমাকে তোমার কোলেতে জড়িয়ে লও।

যন্ত্রণা থেকে মুক্তি দেবার 

তুমি ছাড়া কেউ নাই দূরে কাছে বলে আর কথাও।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান