জোছনার কোলে

 জোছনার কোলে 

খাদিজা বেগম 


জোছনার কোলে রাত্রি ঘুমায়

চাঁদের আলো জড়িয়ে গায়,

সে তো ধরা ছোঁয়ার বাইরে

যার কোলে মন ঘুমাতে চায়।।


রাত্রির বাতাস পাতায় পাতায় 

জাগিয়েছে প্রেমের কাঁপন,

তুমি ছাড়া দূরে কাছে 

আমার কেহ নাই তো আপন। 

কেঁপে কেঁপে ওঠে এই বুক 

ঘুম আসে না তোমার মায়ায়।।


ঘাসের বুকে ঘুমিয়েছে 

খুব নীরবে শিশিরের জল,

তোমার বুকের অপেক্ষাতে 

ঘুমহীনা চোখ জলে ছলছল।।


আদর মাখা পাখা ঝাপটায় 

যেন দূরের কোনো পাখি,

তোমায় ছাড়া ভাল্লাগেনা 

রাত কাটেনা মোর একাকী।

প্রতিটা দিন চাই তোমাকে 

আমার বুকের এই কলিজায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান