রক্ত নদী
রক্ত নদী
খাদিজা বেগম
রক্তে রক্তে বইছে নদী
ভরছে অলিগলি,
অবুঝ শিশুর রক্ত নিয়ে
আর খেলো না হলি।
রক্তে রক্তে ভেসে যাচ্ছি
ক্ষণে ক্ষণে ডুবে,
তবু আমি আসবো ফিরে
সূর্য হয়ে পূবে।
রক্তের হিসাব নেবোই একদিন
যাচ্ছি আমি বলি।।
বিশ্ববাসী সাক্ষী থেকো
নিষ্ঠুর গণহত্যার,
বাংলা মায়ের বুকেই হবে
ওই খুনিদের বিচার।
তোমরা কেমন আর্মিন, পুলিশ
বিবেক বুদ্ধি কোথায়?
তোমার পাপে জ্বলবে তুমি
পাপ নেবে না নেতায়।
না ফুটিতে ছিঁড় না ফুল
শিশু ফুলের কলি।।
Comments
Post a Comment