বাঙালি বলে ওঠো
বাঙালি বলে ওঠো
খাদিজা বেগম
ভাই আর বলনা পাহাড়ি পাহাড়ি
আর করনা ভাই নিজেকে নিজেরা ছোটো,
বাংলার কোলে জন্ম যাদের
তারা নিজেদের বাঙালি বলে ওঠো।।
বাংলার নদী ঝর্না পাহাড়
শাপলা শালুক নীল সাগরের ঢেউ,
এসো মিলেমিশে তা দেবো পাহারা
তাহা নিয়ে যেতে কভু পারে না যে কেউ।
বাংলা মায়ের সুভাষ ছড়াতে
এসো বাঙালিরা সবে ফুল হয়ে ফোটো।।
কারো সমতলে জন্ম হলেই
সেতো হবে না ভাই কোন সমতলি লোক,
বাংলার কোলে জন্ম হলেই
বাঙালি বলে সদা করো উপ ভোগ।।
লাল সবুজের পতাকার তলে
আমরা থাকবো বাঙালি বলে বলে,
কোন শত্রুরা সুযোগ পাবেন না
তোমরা আমরা মিলেমিশ এক হলে।
দেশের স্বার্থ সবার উপরে
দেশের স্বার্থে এসো দেশপ্রেম লোটো।।
Comments
Post a Comment