তার সনে

 #কবিতা  -তার সনে 

#কবি  #খাদিজা বেগম 


পাখিটারে পুষে রাখলাম 

দিবানিশি কত আদর যতনে,

হারিয়ে যে না যায় পাখি 

তাই রাখিলাম দুই নয়নে নয়নে।।


বন্দি করে রাখিনি তো

গুনা কিংবা লোহার কোন পিঞ্জিরায়, 

মন উঠানে রাখছি তারে 

যেন পাখি কোন কষ্ট না পায়।

তবু পাখি ফন্দি করে 

আমায় ছেড়ে চলে যাবে গোপনে।।


যে যাবার সে চলে যাবে 

হাজার ভালো বেসেও রাখা যাবে না,

নিজ থেকে যে পালিয়ে যায় 

তারে তোমরা কেহ খুঁজে পাবে না।।


সে আসেনি থাকার জন্য 

জেনেশুনেই তারে রাখতে চেয়েছি,

সে তো ছিল নির্দোষ নির্ভুল 

আমার ভুলেই আমি ব্যাথা পেয়েছি।

সে আমাকে নিয়ে এলো 

আমায় আবার নিয়ে যাবে তার সনে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান