পূর্ণিমারতেও অমানিশা

 পূর্ণিমাতেও অমানিশা 

খাদিজা বেগম 


তোমার সাথে তাল মিলিয়ে

আকাশের গায় আজ অভিমান,

পূর্ণিমাতেও অমানিশা  

এখনো তো ওঠেনি চাঁন।।


ভার করে আর রেখনা মুখ 

হাসো হাসো অভিমানী,

ঝরে যেন না পরে ওই 

তোমার চোখের টলমল পানি। 

তোমার মুখটা মলিন হলে 

আমার বুকটা ফেটে খান খান।।


তোমার হাসির শব্দ শুনে 

ঝরে পড়বে নীল জোছনা, 

দেখো দেখো কান ধরেছি

একটুখানি তো হাসো না।।


দূর আকাশে ছেয়ে গেছে 

দেখ কালো কালো মেঘে,

 এতো এতো দুঃখ দেখে 

আমার কান্না উঠে জেগে।

তোমার কষ্টে কষ্টে আছি 

জানিনা তা কি পরিমান??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান