কাঁচা ফলে

 কাঁচা ফলে 

খাদিজা বেগম 


কাঁচা ফলে হাত দিওনা 

ফল পাকিলে রসালো হয়, 

কাঁচা ফলে স্বাদ লাগেনা 

ওই ফল লাগে বিস্বাদ ময়।।


বোকার মত ফল ছিড়না 

সেই ফল আছে বলে গাছে,

প্রতিটা দিন ফল পাকাবে 

তা কি গাছের সাধ্য আছে? 

সময় দিও ফল পাকিতে 

নইলে ভাঙবে গাছের হৃদয়।।


শোন নাগর ও রসিয়া 

তোমার গাছের যত্ন নিও,

প্রয়োজনে পানি দিও 

আগাছা সব কেটে দিও।।


যেমনি গাছের যত্ন নেবে 

তেমনি দেবে তোমাকে ফল,

অযতনে রাখলে ও গাছ 

ঝরবে গাছের নয়নের জল।

গাছটা হলো কাঁচের মতন 

আগলে রেখো ভাঙ্গনের ভয়।।


অল্প ঝড়েই ভাঙ্গে পড়ে 

লাগে নাতো জোড়া তাতে,

আদর করে পুষে রেখো 

তুমি তোমার নিজের হাতে।

দিবানিশি রোমান্স করে

তুমি কাটাও সুখের সময়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান