এখনো
এখনো
খাদিজা বেগম
এখনো চমকে চমকে ওঠে এই মন
ঘুম ভেঙ্গে যায় তোমার ডাকে ডাকে,
এখনো তোমায় দ্যাখে আমার নয়ন
দিবানিশি হাজার কাজের ফাঁকে ফাঁকে।।
এখনো না বুঝে মন খুজে তোমায়
ঘুমের ঘোরে হাত বাড়িয়ে রাতে,
এখনো বিছানাতে হাত বুলিয়ে
অশ্রু ঝরে পড়ে আঁখি পাতে।
এখনো তোমার স্মৃতি পাখির মত
মন গগনে উড়ে ঝাঁকে ঝাঁকে।।
এখনো জানালাটা খুলে রাখি
বসে থাকি তোমার আসার আশায়,
এখনো বৃষ্টি হলে তোমার সাথে
আবার আমার ভিজে যেতে মন চায়।।
কখনো কি তোমাকে আর পাবো না
ঘুম আসেনা এই ভাবনা ভেবে,
জোনাকি খেলা করে ঝোপে ঝাড়ে
বারে বারে দেখি জ্বলে নেবে।
তোমাকে ছাড়া শূন্য শূন্য লাগে
প্রাণ চলে যায় মৃত্যুর হাঁকে হাঁকে।।
Comments
Post a Comment