মেধা শূন্য

 মেধা শূন্য 

খাদিজা বেগম 


তোদের যখন এতই রক্তের 

ছিল প্রয়োজন বলতি আমাকে,

বল মেধা শূন্য করলি কেন তোরা 

আমার সোনার এই বাংলা মাকে?


এই শরীরেও বইছে কত রক্ত 

শহীদ ভাইয়ের মত খুব লাল,

আমিও বাঙালি ভালোবাসি বাংলা 

ন্যায্য কথা বলি সদা চিরকাল।


পাখির মতন দুটি ডানা মেলে 

আমার সাহসী ভাইটি গেল উড়ে, 

বোবার মতন ছটফটিয়ে আমি 

যেন বেঁচে থেকে মরি জ্বলে পুড়ে।


পাহাড়ের মত ঐ ভাইটি আমার 

গুলিতে গুলিতে লুটিয়ে পরেছে,

তবুও তো তার অটল নীতিতে 

শেষ পর্যন্ত সে লড়াই করেছে।


চোখে চোখে ভাসে লাল লাল রক্ত 

দুটি কানে আসে স্বজনের কান্না,

আমাকে মারার আগে যেন তোরা 

অন্য কাউকে কভু আর মারিস না।


জেলে নিলে নিতি এই আমাকে ধরে 

গুলি দিলে দিতি এই আমার বুকে,

ঘুম পাড়িয়ে দে মোরে চিরতরে 

বেঁচে থেকে আমি মরি ধুঁকে ধুঁকে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান