সেই প্রতিবাদ
সেই প্রতিবাদ
খাদিজা বেগম
ক্ষুধা লাগলে খাচ্ছ খাবার
পিপাসায় পান করছো পানি,
অন্যায় দেখলে তোমাদের ঐ
চোখে কেন পড়ে ছানি ।।
অন্যায় দেখলে নেই তোমাদের
একাত্তরের সেই প্রতিবাদ,
চুপ করে দেখে যারা
তারাও নয় নিরপরাধ ।
কাজে কর্মে কথাবার্তায়
ছাপ রেখে যায় সকল জ্ঞানী।।
এমন কথা বলো না কেউ
যাতে হবে অন্যের কষ্ট,
এমন কর্ম করো না কেউ
যাতে ধন ও মান হয় নষ্ট।
ওই সাপ থেকে দূরে থাকো
যেন গায়ে না লাগে বিষ,
সাপের চেয়েও পাপ ভয়ংকর
কেন পাপে কাছে রহিস?
অন্যায়কে না বল আজি
যদিও দেয় মন উস্কানি।।
বিবেক রেখে মনের কথায়
চলতে যদি থাকো তোমরা,
অপরাধী হবে বটি
তোমরা হবে মিষ্টি কুমড়া।
বেড়ে যাবে এই সমাজে
বিশৃঙ্খলা হানাহানি।।
তার চেয়ে এই ভালো সবার
নিয়ম নীতি মেনে চলি,
সবাই মিলে চর্চা করি
মানবীয় গুনাবলী।।
জীবন সাজাই আমরা সবাই
সৎ উপদেশ সদা মানি।।
Comments
Post a Comment