কচু পাতার ওপরে
কচু পাতার ওপরে
খাদিজা বেগম
কচু পাতার ওপরে জল
যেমন করে টলমল করে,
এমন জীবন নিয়ে মানুষ
কেমন করে গর্ব করে??
যে দেহটা পোকায় খাবে
মিশে যাবে ওই মাটিতে,
কেমন করে সেই দেহটা
পাপের পথে চায় হাঁটিতে?
প্রাণ যাবে যাক তোমার বিবেক
তুমি রাখো যত্ন করে।।
বিবেক ছাড়া শুধু আবেগ
নিয়ে চলে পশুদের দল,
মানব রুপি পশুরাই তো
ঝরায় অন্যের নয়নের জল।।
আর কতকাল থাকবে তুমি
লোভ লালসায় ডুবে বেহুঁশ?
মানুষেরে ভালোবেসে
মানুষ হয়ে ওঠো মানুষ।
ত্যাগে ত্যাগে তেগী হয়ে
নিজেকে লও মানুষ করে।।
Comments
Post a Comment