মুখে বলো বন্ধু বন্ধু

 মুখে বলো বন্ধু বন্ধু

আঘাত করো শত্রুর মত,

খুঁজে খুঁজে লবন ছিটাও 

যেথায় আছে আমার ক্ষত।।


পিপাসাতে চাইলে পানি 

আমাকে দাও আগুন ঢেলে,

জলাতঙ্ক হলে আমার 

সাগরে দাও তুমি ঠেলে।

বাঁধ ভাঙ্গা জলের স্রোতে 

ভাসিয়ে দাও স্বপ্ন যত।।


তোমার মত বন্ধু যেন

এই পৃথিবীর কারো হয় না,

ফুট ফুটে এক শয়তান তুমি 

তুমি নমরুদ তুমি হায়েনা।।


তোমার মত ঘৃণিত জীব

আসে না যে দুনিয়াতে,

তোমার ধ্বংস চেয়ে চেয়ে 

আমি কাঁদি মোনাজাতে।

তোমার জন্য ডুবেছে প্রাণ 

ভেসেছে লাশ শত শত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান