স্বপ্ন দেখা জগৎ
স্বপ্ন দেখা জগৎ
খাদিজা বেগম
স্বপ্ন দেখা জগৎ আমার
ভেঙ্গে গেল শুধু তোমার ফাঁকিতে,
স্বপ্ন ভাঙা স্বপ্ন গুলো
ঝড়ে পড়ে এখন আমার আঁখিতে।।
তোমার কথা বিশ্বাস করে
এখন আমি বুঝি বিষপান করেছি,
ছটফটিয়ে মন মরে যায়
মরার আগে আমি যেন মরেছি।
স্বপ্ন আমার পূর্ণ হতো
তোমার কথা তুমি যদি রাখিতে।।
আমায় তুমি ফাঁকি দিলেও
তোমার জন্য আমার কোনো ফাঁকি নাই,
ভুলে যাওয়ার জন্য তোমায়
এতো যত্ন করে মনে রাখি নাই।।
ভাটার পরে যেননি করে
আবার জোয়ার আসে ফিরে নদীতে,
তেমনি করেই ফিরে এসো
চাই তোমাকে জড়িয়ে ধরে কাঁদিতে।।
পূর্ণিমার ঐ জোছনা রাতে
আবারো চাই দুজন জোছনা মাখিতে।।
Comments
Post a Comment