যেওনা দেশটা ভুলে

 যেওনা দেশটা ভুলে 

খাদিজা বেগম 


পালাবো না পালাবো না 

যতই বলে চোরের দলে, 

ঠিকই চোরা পালাইয়া যায় 

মালিকেরা সজাগ হলে।।


দেশের জন্য সজাগ থেকো 

আর থেকে না ঘুমে বিভোর,

দেশ বাঁচাতে রও আপোষহীন 

তোমরা হও আরো কঠোর।

সাধুর ভেসে ঘুরছে চোরা 

করছে চুরি না না ছলে।।


তোমরা যদি ঘুমিয়ে যাও

চোর ডাকাতে লুট করিবে, 

দেশ জননী কাঁদবে বসে 

আরো কাঁদবে সব গরীবে।।


তোমরা যারা দেশের ছেলে 

কেউ যেওনা দেশটা ভুলে, 

দেশ মাতা কে ভালোবাসো 

তোমাদের ওই হৃদয় খুলে।

রক্ষা করো তোমাদের দেশ 

তোমাদের জ্ঞান আর কৌশলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান