সাদা রঙের পোশাক

 সাদা রঙের পোশাক 

খাদিজা বেগম 


সাদা রঙের পোশাক পরে 

লাভ হবে না কালো থাকলে অন্তরে,

পাপে ভরা তোমার তরী 

ঠাঁই পাবে না ঐ পবিত্র বন্দরে।।


ভাল মন্দ চেনার জ্ঞান 

ভাল ভাবে আছে তোমার ভিতরে,

তবু এত দুর্গন্ধময়

মন্দ কর্ম তুমি কর কি করে?

কর্মফল তো বিশ্বাস কর 

তবু কেন ধরে আছ মন্দরে??


অন্তর নামের টিকিট নিয়ে 

ভুবন নামের রেল গাড়িতে উঠেছ, 

সেই টিকিটটা নষ্ট করে 

নিরুদ্দেশের পথে তুমি ছুটেছ।

ঠিক করে লও তোমার টিকিট

টিকিট ছাড়া উপায় নাই সেই প্রান্তরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান