বন্ধ করো

 বন্ধ করো 

খাদিজা বেগম 


বন্ধ করো বন্ধ করো 

বিদ্যালয়ের কু রাজনীতি,

নৈতিকতা শিখুক ওরা

প্রাণে প্রাণে হোক সম্প্রতি।।


শত আবরার হচ্ছে টর্চার 

কুরাজনীতির ঐ বিদ্যালয়,

রাজনীতিতে খেয়ে নিল

কত দেশ প্রেম ভরা হৃদয়!

শিক্ষাঙ্গন স্বাধীন করো 

দূর করো সব ভয় ভীতি।।


বিদ্যালয়ে শিখতে দিও 

স্বদেশ প্রেম আর মানবতা, 

তবেই ওরা মানুষ হবে 

কেউ দেবে না কাউকে ব্যথা।।


তবে ওরা বুঝতে পারবে 

কারে বলে গণতন্ত্র, 

তবেই ওরা ভাঙতে পারবে 

সকল প্রকার ষড়যন্ত্র।

তবেই ওরা পুষবে মনে 

ভালোবাসা দেশের প্রতি।।


কু রাজনীতি বৃদ্ধি করে 

বাড়ি-গাড়ি, ক্ষমতার লোভ, 

দেশের প্রতি দশ এর প্রতি 

বৃদ্ধি করে দানবীয় ক্ষোভ।

মুক্ত চিন্তা করতে দিও 

তবেই উঠবে জেগে নীতি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান