গাধার মত
গাধার মত
খাদিজা বেগম
গাধার মতো খেটে গেলাম
মিথ্যা মায়ার সংসারে,
ওরা এখন কেউ চেনে না
স্বার্থ ছাড়া আমারে।।
কত অন্যায় করছি আমি
গড়তে ওদের ভবিষ্যত,
ভালো মন্দ না ভাবিয়া
ওদের মতোই দিছি মত।
অনুতাপে মন পুড়ে যায়
কি করেছি আহারে।।
হালাল হারাম ভুলে ছিলাম
প্রিয় জানার আদরে,
বিবেক বুদ্ধি ঢেকে দিলাম
লোভ লালসার চাদরে।।
দিনে দিনে দিন হলো শেষ
নামলো চোখে অন্ধকার,
দায়িত্বহীন এর মত আমি
পূরণ করছি সব আবদার।
দায়িত্ব নিয়ে শাসন করতে
পারি নাই তো আমারে।।
Comments
Post a Comment