লজ্জা লজ্জা লাগে

 লজ্জা লজ্জা লাগে 

খাদিজা বেগম 


বারে বারে তোমার সাথে 

প্রেম করিতে ইচ্ছা জাগে, 

কেমন করে বলবো তোমায় 

আমার লজ্জা লজ্জা লাগে। 


তোমায় দেখেই হলো আমার 

এই হৃদয়ের প্রেম সূচনা,

তাইতো তোমায় বারবার দেখি

তা দেখেও কি বুঝনা।

কেমন করে বুঝাই বলো

তোমায় দেখতে খুব ভাল্লাগে।।


ভাল্লাগে ওই মুখের কথা 

তোমার চলাফেরা সবি,

তোমার প্রেমে পরে আমি 

হয়ে গেলাম যেন কবি।।


আলতো ছোঁয়া পাবার আশায় 

আমি তোমার কাছে আসি, 

কেমন করে বলবো ওগো 

আমি তোমায় ভালোবাসি। 

আমার এ মন হারাতে চায়

তোমার মধুর প্রেম সোহাগে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান