পার করে দাও
পার করে দাও
খাদিজা বেগম
পার ঘাটাতে বসে আছি
আমি পারের আশা নিয়ে,
পার করে দাও ওগো দয়াল
তোমার দয়ার নৌকা দিয়ে।।
প্রতারকের পাল্লায় পরে
আমি হলাম প্রতারিত,
পয়সা করি নাই তো হাতে
ঋণে ঋণে জর্জরিত।
পাওনা ধারে ছিঁড়ে খাবে
তাই আমারে লও বাঁচিয়ে।।
বাকি জীবন করবো সেবা
শুধু তোমার গোলাম হয়ে,
তোমার হুকুম মেনে চলব
দিবানিশি সব বিষয়ে।।
বিপদকালের বন্ধু তুমি
আমারে দাও তোমার আশ্রয়,
তোমার আশ্রয় যে পেয়েছে
তার ভিতরে নাই কোন ভয়।
পার করে দাও পারের মালিক
রহমান এর নাও ভাসিয়ে।।
Comments
Post a Comment