কান্দাইও না

 কান্দাইও না 

খাদিজা বেগম 


তোমার নামটা লইয়া কান্দি 

ডাকি তোমায় বারেবারে,

তোমার দয়া পাবার আশায় 

ঘুরি তোমার দ্বারে দ্বারে।।


তুমি যদি না চাও ফিরে 

বেঁচে থাকার কোন পথ নাই,

তুমি আমার বন্ধু আল্লাহ 

বিপদ কালে দিও গো ঠাই।

তুমি আমার শেষ ভরসা 

বাঁচাইয়া লও গো আমারে।।


তুমি যদি না দাও সারা 

বলো আমি কোথায় যাবো?

তুমি ছাড়া অচল আমি 

পদে পদে পা আটকাবো।।


তোমার মত দয়ার সাগর 

আর কোথায়ও নাই দ্বিতীয়,

সেই তুমি যে আমার আল্লাহ 

ভালবাসার বান্ধব প্রিয়। 

দয়া করে ক্ষমা করো

কান্দাইওনা আর আমারে ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান